ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বিমান বিধ্বস্তে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শোক ও সমবেদনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, জুলাই ২২, ২০২৫
বিমান বিধ্বস্তে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শোক ও সমবেদনা

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশ শোক ও সমবেদনা জানিয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের এক বার্তায় এ শোক জানায়।

বার্তায় উল্লেখ করা হয়েছে, উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা।  

যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট এক শোকবার্তায় বলেন, ঢাকায় একটি স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি গভীরভাবে শোকাহত, যার ফলে অনেক শিশু আহত হয়েছে। আমার সমবেদনা সকলের প্রতি, বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং আহতদের জন্য।  

এছাড়াও বিমান দুর্ঘটনার ঘটনায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, মিশর, ফিলিস্তিন, চীন, ভারত, সুইজারল্যান্ড, কানাডা ও জাপানসহ বিভিন্ন দেশ শোক ও সমবেদনা জানিয়েছে।

সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৭০ জন।

টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।