ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, কোনো বাংলাদেশিকে রাশিয়া-ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়নি।
মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, অনেক বাংলাদেশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছেন। এ ক্ষেত্রে সরকারের ভূমিকা কী?
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে যায়। কেউ যদি কোনো দেশে যায়, আর সে যদি লোভে পড়ে বা অন্য কোনো কারণে কোনো দেশে গিয়ে যুদ্ধে জড়ায়, তা ঠেকানো আমাদের পক্ষে কঠিন। আমরা শুধু দেখবো, জোর করে কাউকে যুদ্ধে পাঠানো হচ্ছে কি না। তবে আমরা সেরকম কিছু পাইনি এখনো। কেউ যদি নিয়ম ভঙ্গ করে তার লাভের জন্য যুদ্ধে চলে যায়, আমরা অবশ্যই সেটা নিরুৎসাহিত করবো।
টি আর/এসআই