ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল বুয়েট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩১, অক্টোবর ২২, ২০২৫
শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল বুয়েট

সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষার্থীর ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টা থেকে বুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকেন কয়েকশ শিক্ষার্থী।

পুলিশ ও বুয়েট সূত্রে জানা যায়, বুয়েটের আহসান উল্লাহ হলের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রাত সোয়া ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলমান ছিল।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, বুয়েটের আহসান উল্লাহ হলের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার বিচারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তারা ওই শিক্ষার্থীর বহিষ্কারসহ শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। অভিযুক্ত শিক্ষার্থী বর্তমানে বুয়েট কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন।

ওসি জানান, এ ঘটনায় সোমবারও শিক্ষার্থীরা হৈ চৈ করেছিলেন। তারা বুয়েট কর্তৃপক্ষের কাছে ওই শিক্ষার্থীর বিচার দাবি করেছেন। এ ঘটনায় কোনো মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

ওসি আশরাফুজ্জামান আরও জানান, আহসান উল্লাহ হল চকবাজার থানায় পড়লেও শিক্ষার্থীদের আন্দোলনের জায়গা শাহবাগ থানার আওতায় পড়েছে। তারপরও তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ঘটনাটি চকবাজার থানার আওতাধীন।

এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।