পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে স্কুলের ক্লাসরুম থেকে বের হচ্ছিল ফারহান হাসান। আর তখনই বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান তাদের স্কুল ভবনে বিধ্বস্ত হয়।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওই ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানির খবর সামনে এসেছে। মাইলস্টোনের শিক্ষার্থী ফারহান হাসান বিবিসি বাংলাকে বলছিল, জ্বলন্ত বিমানটা আমার চোখের সামনেই ভবনে ধাক্কা খাচ্ছিল।
সশস্ত্র বাহিনী জানায়, স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে গিয়ে বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বিমানটি ছিল একটি এফ-৭ জেট। এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হয়েছেন।
ফারহান বলছিল, ‘আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, যার সঙ্গে আমি পরীক্ষার হলে ছিলাম, সে আমার চোখের সামনেই মারা যায়। ’
‘আমার চোখের সামনে... তার মাথার ওপর দিয়েই প্লেনটা চলে যায় এবং অনেক অভিভাবক ভেতরে দাঁড়িয়ে ছিলেন, কারণ ছোট ছেলেমেয়েরা তখন ছুটি হয়ে বের হচ্ছিল... বিমানটা তাদেরও নিয়ে চলে যায়। ’
কলেজের শিক্ষক রেজাউল ইসলাম বলেন, তিনি নিজ চোখেই দেখেছেন কীভাবে বিমানটি ভবনে আছড়ে পড়ে।
আরেক শিক্ষক মাসুদ তারিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘একটা বিস্ফোরণের শব্দ শুনি। পেছনে ফিরে তাকিয়ে দেখি শুধু আগুন আর ধোঁয়া... অনেক অভিভাবক আর শিশু এখানে ছিল। ’
একজন নারী ঘটনাস্থলে এসে বিবিসিকে জানান, দুর্ঘটনার পরপরই তার ছেলে তাকে ফোন করেছিলেন, কিন্তু এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি হাসপাতালে নেওয়া হয় আহতদের। মরদেহ নেওয়া হাসপাতালের মর্গে।
এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।
বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।
আরএইচ