যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে এখনো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যান আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
পরিদর্শন শেষে কলজে ক্যাম্পাস থেকে দুই উপদেষ্টা ও প্রেস সচিব ফিরে যাওয়ার সময় শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন।
তবে বর্তমানে কলেজের বাইরে বিক্ষোভ চললেও কলেজের ভেতরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতয়েন রয়েছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা জানান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কলেজ ক্যাম্পাসে রয়েছেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দায়িত্বরত পুলিশের একাধিক কর্মকর্তা জানান, উপদেষ্টারা ভেতরেই আছেন।
এ রিপোর্ট লেখা পর্ষন্ত উপদেষ্টারা অবরুদ্ধ অবস্থায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ১০তলা ভবনের ভেতরে অবস্থান করছিলেন।
জেডএ/এমজেএফ