ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বিমান দুর্ঘটনা নিয়ে ভুয়া পোস্ট, সেই পেজ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৯, জুলাই ২২, ২০২৫
বিমান দুর্ঘটনা নিয়ে ভুয়া পোস্ট, সেই পেজ নিয়ে যা জানা গেল

মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া। তবে মর্মান্তিক এই ঘটনার পর একদিন আগে ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট ভাইরাল হয়।

২০ জুলাই (রোববার) ফেসবুকে ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের ভেরিফায়েড ওই পেজে বলা হয়, ‘একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। ’

পরে একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট সামনে। এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয়, ‘আমরা সবসময় আগেভাগেই সতর্কবার্তা পাঠাই। ’

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার টেবিলে উঠে আসে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকবিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির জানান, এই পেজ থেকে আসলে অনলাইন গেমিং বা জুয়া সংক্রান্ত পোস্ট দেওয়া হয়।

এ ঘটনায় কদরুদ্দিন শিশির তার ফেসবুক পোস্টে লেখেন, প্রথমত, এটি অ্যানোনিমাস হ্যাকার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নয়। অ্যানোনিমাসের অফিসিয়াল ওয়েবসাইটে যে ফেসবুক পেইজ দেয়া আছে সেটি এ পেইজ নয়।

দ্বিতীয়ত, অ্যানোনিমাস মেইন পেজ নামক পেজটি ঘেঁটে জানা গেছে এটি একটি অনলাইন জুয়ার পেইজ। মূলত অনলাইন জুয়া প্রমোট করা, নতুন সদস্য সংগ্রহের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তারা অনলাইন গেমিং বা জুয়া সংক্রান্ত পোস্ট দিয়ে থাকে।

তিনি লেখেন, তৃতীয়ত, তাদের প্রথম যে পোস্ট ভাইরাল হয়, সেটিতে বাংলাদেশের নাম উল্লেখ নেই। আর বাংলাদেশে আজ যে ঘটনা ঘটেছে তাতে স্কুল ভবন ধসে পড়েনি। ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। যারা মারা গেছেন কেউ ভবনের ব্যবস্থাপনা সংক্রান্ত কারণে মারা যাননি। মারা গেছেন বিমান বিস্ফোরিত হয়ে লাগা আগুনে।

তিনি আরও লেখেন, ফলে এটা কোনভাবেই বলার সুযোগ নেই যে, ওই পেইজে বাংলাদেশের এই ঘটনার ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। গুজবে আজমসহ কিছু আওয়ামী লীগার তাদের ফেসবুক পেইজগুলোতে এই উপসংহার টানার চেষ্টা করেছেন যা আসলে মূল পোস্টের সঙ্গে মেলে না।

কদরুদ্দিন শিশির লেখেন, চতুর্থত, পেজটি যে একটি স্ক্যামার জুয়াড়ি গ্রুপ দ্বারা পরিচালিত তা স্পষ্ট হচ্ছে তাদের ওই পোস্টটি বাংলাদেশে ভাইরাল হওয়া পর থেকে। ভাইরাল হওয়ার প্রথম দিকেও পেইজটির ট্রান্সপারেন্সি সেকশন চেক করে দেখা গেছে এটি তিনটি দেশ থেকে চালানো হয়। এর মধ্যে একটি হচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ, আরেকটি নাইজেরিয়া। তৃতীয় দেশের নাম অ্যাডমিন প্রকাশ করেনি।  

পোস্ট ভাইরাল হওয়ার পর তাদের পেইজের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠায় এডমিনদের অবস্থানকারী দেশের তথ্য তারা হাইড করে দিয়েছে। আফ্রিকায় নাইজেরিয়া অনলাইন জুয়াড়িদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। জুয়ার প্রমোশনমূলক ওদের একটা পুরনো ভিডিওতে একজন আফ্রিকানকে দেখা গেছে। অর্থাৎ, এর সঙ্গে নাইজেরিয়ান জুয়াড়িদের কানেকশন থাকার খুবই সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।