ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

হাসান আজিজুল হককে নিয়ে তসলিমা নাসরিনের স্মৃতিচারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, নভেম্বর ১৬, ২০২১
হাসান আজিজুল হককে নিয়ে তসলিমা নাসরিনের স্মৃতিচারণ হাসান আজিজুল হক ও তসলিমা নাসরিন

ঢাকা: উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে নিয়ে মন্তব্য করেছেন আরেক জনপ্রিয় লেখক তসলিমা নাসরিন। এছাড়া হাসান আজিজুল হকের সঙ্গে বেশকিছু স্মৃতিময় ছবিও পোস্ট করেছেন তিনি।

সোমবার (১৫ নভেম্বর) রাতে হাসান আজিজুল হকের মৃত্যুর পর তসলিমা নাসরিন তার ফেসবুকে স্মৃতিচারণ করে কয়েকটি ছবি পোস্ট করেন।

স্মৃতিচারণ করে ফেসবুকে তিনি লেখেন, ‌‌‘বাংলাদেশের খুব কম লেখকের লেখাই আমি পছন্দ করি। হাতে গোনা যে ক’জনের লেখা আমার ভালো লাগে, তার মধ্যে হাসান আজিজুল হক অন্যতম। তিনি চলে গেলেন আজ রাতে। একটু একটু করে খালি হয়ে যাচ্ছে আমাদের চেনা ভূবন। ’

পুরনো দিনের কথা মনে করে তসলিমা নাসরিন লেখেন, ‘মনে পড়ছে সেই দিনগুলোর কথা, হাসান আজিজুল হক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে, সংবর্ধনা দিয়েছিলেন। তখন সম্ভবত ১৯৯১ বা ১৯৯২ সাল। ’

এছাড়া- ‘বিদায় বলতে ইচ্ছে করে না, তবু বলতেই হয়। ’ বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

ফেসবুকের ওই পোস্টের সঙ্গে তসলিমা নাসরিন বেশকিছু পুরনো ছবিও শেয়ার করেন।  ছবিগুলো ‘স্বনন’ এর একাদশ বছর পূর্তি অনুষ্ঠানের।

এর আগে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক (৮২) সোমবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজশাহীর নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত একমাস ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন হাসান আজিজুল হক। বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল।  

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ