ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে ১৩ মাদক মামলার আসামি হেরোইনসহ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, ফেব্রুয়ারি ৬, ২০২১
কুড়িগ্রামে ১৩ মাদক মামলার আসামি হেরোইনসহ আটক কুড়িগ্রামে ১৩ মাদক মামলার আসামি হেরোইনসহ আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ১৩ মাদক মামলার আসামি মাদক কারবারি আমিনুল ইসলামকে (৪০) হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আটক মাদক কারবারিকে হাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাকে মাদকসহ হাতেনাতে আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী পশ্চিম পাড়ায় মাদক কারবারি আমিনুল ইসলাম তার বাড়িতে মাদক কেনাবেচা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি দল।

এসময় তার কাছে থাকা ৩ গ্রাম হেরোইন ও ২৮ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পেশাদার মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম পলাশবাড়ী পশ্চিম পাড়ার মোহাম্মদ উল্লাহর ছেলে এবং তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এফইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।