ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ দুর্ঘটনায় দগ্ধ বার্ন ইনস্টিটিউটে ভর্তি আরও একটি কলি ফুল হয়ে ফোটার আগেই ঝরে গেল। নাম তার আরিয়া নাশরাফ নাফি (৯)।
মঙ্গলবার (২২ জুলাই) রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে গত সোমবার (২১) রাতে মারা যায় তার বোন নাজিয়া তাবাসসুম নিঝুম (১৩)।
নাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, নাফির শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১১ জন মারা গেল।
নাফি মাইলস্টোন স্কুলে তৃতীয় শ্রেণি ও বোন নিঝুম ষষ্ঠ শ্রেণিতে পড়তো। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামে। বাবার নাম আশরাফুল ইসলাম নীরব। বর্তমানে তুরাগ কামারপাড়া এলাকায় থাকতেন।
চিকিৎসক জানান, রাতেই পরিবারের কাছে শিশুর লাশ হস্তান্তর করা হতে পারে।
এজেডএস/আরবি