ঢাকা: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পক্ষ থেকে শোক জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক অবর্ণনীয় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটেছে। বহু সংখ্যক শিক্ষার্থী-শিক্ষকসহ সাধারণ মানুষ হতাহত হয়েছেন। মর্মান্তিক এই মৃত্যুর শোক ও কষ্ট অবর্ননীয়। দুর্ঘটনায় আহত ও নিহতদের বাবা-মা, ভাই-বোন ও স্বজনদের সান্তনা দেওয়া সম্ভব নয়।
জেডআরএফ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়। একইসঙ্গে আহত শিশু শিক্ষার্থী ও ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
একইসঙ্গে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় যেসব চিকিৎসকরা আহতদের পাশে দাঁড়িয়েছেন, চিকিৎসায় নিয়োজিত রয়েছেন এবং নানাভাবে সাহায্য-সহযোগিতা করেছেন এবং এখনো করছেন তাদের জিয়াউর রহমান ফাউন্ডেশন পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
এসএমএকে/এএটি