ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

‘উন্নয়নের লক্ষ্যে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায়ও কাজ করছে বিমসটেক’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, জুলাই ২২, ২০২৫
‘উন্নয়নের লক্ষ্যে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায়ও কাজ করছে বিমসটেক’ বক্তব্য দিচ্ছেন বিমসটেকের মহাসচিব ইন্দ্রমণি পান্ডে।

ঢাকা: বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্রমণি পান্ডে বলেছেন, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নমূলক আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করে এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর মোকাবিলায়ও আমরা কাজ করছি।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার বিমসটেক সদর দপ্তরে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের  (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে বিমসটেক মহাসচিব বলেন, আমরা নিরাপত্তার ওপর আরও বেশি মনোযোগ দিচ্ছি কিনা সে বিষয়ে আমি আবারও বলতে চাই যে, আমাদের মনোযোগ সদস্য রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো বাস্তবায়ন করা। সেই প্রেক্ষাপটে আমাদের সদস্যদের উন্নয়নমূলক আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলোও  আমরা মোকাবিলায় কাজ করছি।

তিনি আরও বলেন, বিমসটেক সদস্য দেশগুলো উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের নিরাপত্তা ভাগাভাগি করতে বিমসটেককে আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে আগ্রহী।

ইন্দ্রমণি পান্ডে বলেন, নিরাপত্তা আমাদের কর্মসূচির একটি ক্ষেত্র। আমাদের আরও অনেক ক্ষেত্র রয়েছে। আপনারা যদি আমাদের কর্মসূচির  দিকে তাকান, তাহলে সদস্য দেশগুলোর প্রচেষ্টা উন্নয়নের ওপর বেশি মনোযোগ কেন্দ্রীভূত করেছে এবং উন্নয়নের প্রায় সব দিক আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের আঞ্চলিক সহযোগিতা সব সদস্য রাষ্ট্রের ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, আমরা সদস্য দেশগুলোর নিরাপত্তা মোকাবিলা কাজ করছি। যেমন- মাদক পাচার, সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ ও সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ ইত্যাদি। এসব চ্যালেঞ্জগুলো মোকাবিলা না করলে সদস্য দেশগুলোর উন্নয়নের ওপর প্রভাব পড়বে। তাই সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সহযোগিতার জন্য নিরাপত্তার এসব দিকও চিহ্নিত করেছে।

ইন্দ্রমণি পান্ডে বলেন, বিমসটেকের সভাপতি ও ঢাকায় সচিবালয় অবস্থানের কারণে বাংলাদেশের আরও ঘনিষ্ঠভাবে কাজের সুযোগ রয়েছে।

টিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।