ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

ব‌রিশালে মাদক মামলার হাজ‌তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, ফেব্রুয়ারি ৬, ২০২১
ব‌রিশালে মাদক মামলার হাজ‌তির মৃত্যু প্রতীকী ছবি

বরিশাল: ব‌রিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসিইউতে চি‌কিৎসাধীন অবস্থায় এক হাজ‌তির মৃত্যু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (০৬ ফেব্রুয়ারি) ভোররাতে তার মৃত্যু হয়।

মৃত মোশাররফ হোসেন (৪৫) ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়া‌র্ডের শিয়াল বা‌ড়ি এলাকার মৃত কয়সর আহম্মেদের ছেলে।

বিষয়‌টি নি‌শ্চিত করে শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে ব‌রিশাল কেন্দ্রীয় কারাগারের সি‌নিয়র জেল সুপার প্রশান্ত কুমার ব‌নিক জানান, গত বছরের ১০ নভেম্বর ভোলা কারাগারে মাদক মামলার আসামি হয়ে আসে মোশাররফ। এরপর ৪ জানুয়া‌রি হৃদরো‌গে আক্রান্ত হওয়ায় ব‌রিশাল কেন্দ্রীয় কারাগারে আনা হয় তাকে। ভ‌র্তি করা হয় শের-ই-বাংলা মে‌ডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে। সেখানে চি‌কি‌ৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।