ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

মাগুরায় সিঁদুর খেলার মধ্য দিয়ে বিদায় জানানো হলো দুর্গাকে

ডিস্ট্রিক্ট করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৩, অক্টোবর ২৬, ২০২০
মাগুরায় সিঁদুর খেলার মধ্য দিয়ে বিদায় জানানো হলো দুর্গাকে সিঁদুর খেলায় মেতে উঠেন ভক্তরা/ ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরায় আধুনিক বাদ্য যন্ত্রের তালে নেচে গেয়ে দুর্গাকে বিদায় জানিয়েছেন ভক্তরা। এসময় মণ্ডপে মণ্ডপে ভক্তরা সিঁদুর খেলায় মেতে উঠেন।

ছানা বাবুর বটতলা, নিতাই গৌর সেবা শ্রম, কর্মকার পাড়া, স্মৃতি সংঘ, সাত দোয়া আশ্রমসহ এ বছর মাগুরা জেলায় ৫৮৭টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির কারণে কমেছে পূজার সংখ্যা।

কলকলিয়া পাড়ার সর্বজনীন পূজা মণ্ডপের সভাপতি কৃষ্ণ সেন বাংলানিউজকে বলেন, পূজা শুরুর পর থেকে আমরা মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে পূজা করেছি। প্রথম দুই দিন ভক্তদের ভিড় তেমন ছিল না। দশমীর দিন অনেকে এসেছেন মণ্ডপে।

এ বছর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আগেই সামাজিক দূরত্ব মেনে ভিড় কম রেখে প্রতীমা দর্শনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

মাগুরা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ড বাংলানিউজকে বলেন, এ বছর পূজা হয়েছে তা উৎসবে রূপ নেয়নি। কারণ করোনায় সবাই স্বাস্থ্যবিধি মেনে পূজা অর্চনা করেছেন। কোথাও কোনো মেলা হয়নি। তবে বিজয় দশমীতে ভক্তরা সিঁদুর খেলার মধ্যে দিয়ে মা দুর্গাকে বিদায় জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।