ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, অক্টোবর ২৬, ২০২০
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালি এলাকায় একটি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহসানউল্লাহ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে একটি দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আহসানউল্লাহ।

পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।  

মৃতের ভাগিনা আমজাদ হোসেন জানান, আহসানউল্লাহ কুতুব খালী এলাকায় একটি কারখানায় ওয়েল্ডিং মিস্ত্রীর কাজ করতো। সেখানে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।  

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।