ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রলি চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, অক্টোবর ২৬, ২০২০
সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রলি চালকের মৃত্যু প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৩৮) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের আমিরবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

আমির ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শহরের মৃত আব্দুল মালেকের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে কালীকচ্ছ বাজার থেকে ট্রলিতে রড বোঝাই করে মনিরবাগ গ্রামে আব্দুল হেকিমের বাড়িতে যান চালক আমির। এ সময় বাড়িটির উঠানের উপর থাকা বৈদ্যুতিক তারে ট্রলিটি স্পর্শ লেগে ছিড়ে যায়। এতে বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুতর আহন হন আমির। এ অবস্থায় ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ বাংলানিউজকে জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।