ফেনী: ফেনীর মুহুরী নদী থেকে নিখোঁজ নাজিম উদ্দিনের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পুর্ণ চন্দ্র মুৎসুদ্দী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নদীতে পানির স্রোত বেশি থাকায় তাকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সদরের ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর এলাকার মুহুরী নদীতে বড়শি দিয়ে মাছ ধরার সময় নদীতে পড়ে যান নাজিম।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু জানান, স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে। নাজিম মৃগী রোগী ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এসএইচডি/আরবি/