নরসিংদী: নরসিংদীর মাধবদীতে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার আটপাইকা ঈদগাহ বাজারের পাশে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে ওই ডোবায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার ব্যক্তিটির আনুমানিক বয়স ৪০। নিহতের নাম-পরিচয় ও মৃত্যুর প্রকৃত রহস্য জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এসআরএস