ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

মধুখালী উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, অক্টোবর ২৬, ২০২০
মধুখালী উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত মির্জা মনিরুজ্জামান বাচ্চু

ফরিদপুর: করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু।  

সোমবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে ওই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদাক মো. রেজাউল হক বকু বাংলানিউজকে বিষয়টি জানান।

চেয়ারম্যানের স্বজনরা জানান, ঠাণ্ডা, জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে গত ২৪ অক্টোবর ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হন চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু। সেখানে তার করোনাসহ অন্যান্য পরীক্ষা করা হয়। পরে ফলাফলে তার শরীরে করোনা পজিটিভ আসে। পরদিন ২৫ অক্টোবর বিকেলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা ছাড়াও ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছেন মির্জা বাচ্চু।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।