ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ বন্ধ বাংলাদেশিদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, মার্চ ১৪, ২০২০
দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ বন্ধ বাংলাদেশিদের

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে গমনেচ্ছু যাত্রী প্রবেশ বন্ধ করেছে ইমিগ্রেশন বিভাগ। 

শনিবার (১৪ মার্চ) সকাল থেকে ভারতে প্রবেশের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে এ সীমান্ত দিয়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশে আসতে পারবে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রাশেদুল হাসান জানান, গত শুক্রবার বিকেলে ঢাকার বিশেষ শাখা থেকে ই-মেইলের মাধ্যমে দর্শনা ইমিগ্রেশন পুলিশকে স্থলবন্দর বন্ধের নির্দেশনার পরিপত্র পাঠায়। সে পত্র মোতাবেক শনিবার সকাল থেকে দর্শনা সীমান্ত চেকপোস্ট ইমিগ্রেশন বন্ধ রাখা হয়েছে। তবে ভারত থেকে আগত যাত্রী বাংলাদেশে ঢুকতে পারবে। এক্ষেত্রে তাদের ভারত সরকারের নিয়ম মেনে সীমান্ত পার হতে হবে।

এদিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন দিয়ে আজই শেষ হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল। শনিবার সকালে ভারতের উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। এসময় ট্রেনে কোনো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ছিল না বলে জানিয়েছেন দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।