ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৩, মার্চ ১৪, ২০২০
রাজধানীতে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ১৪ বছরের এক পথকিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ভোরে ওই মেয়েটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

কিশোরীকে হাসপাতালে নিয়ে আসে আরেক কিশোর জানায়, তারা বিমানবন্দর রেলস্টেশনেই থাকে।

শুক্রবার (১৩ মার্চ) রাত আড়াইটার দিকে রাজু, পায়তারাসহ তিনজন কিশোরীটিকে ডেকে নিয়ে ওই এলাকার ঝোপঝাড়ের মধ্যে নিয়ে যায়। সেখানে তিনজন মিলে তাকে ধর্ষণ করে। পরে তাকে উদ্ধার করে শনিবার ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। ওই মেয়েটি বিমানবন্দর রেলস্টেশন এলাকায় থাকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ভোরে ওই কিশোরীকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার (এসআই) শরিফ হোসেন জানান, শুক্রবার দিনগত রাতে বিমানবন্দর রেলস্টেশনের পূর্ব পাশে বিমান মাঠ নামক স্থানে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে, আমরা পুলিশ জানতে পেরেছে। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।