নড়াইল: নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাব গ্রামে সাফি মোল্লা (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সাফি ওই গ্রামের বজলু মোল্লার ছেলে।
শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, কামাল প্রতাব বাজারে একটি দোকানে বসে গল্প করছিলেন সাফি।
হঠাৎ করে ৮-১০ জন অস্ত্রধারী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রাম্য আধিপত্য বিস্তরের দ্বন্দ্বে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
ইএস/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।