শুক্রবার (১৩ মার্চ) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের পখিলাগা এলাকা থেকে পুলিশ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জমিলা খাতুন ওই এলাকার মৃত রুস্তম আলীর স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, জমিলা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি তার ঘরে একাই থাকতেন। শুক্রবার সারাদিন ঘর থেকে বের না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা বিকেলে ঘরে গিয়ে দেখেন জমিলা আগুনে দগ্ধ অবস্থায় মৃত পড়ে আছেন। পরে তারা থানায় খবর দেন।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান শাহিন দগ্ধ হয়ে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এএ