ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

বাংলাদেশসহ সব দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করলো নেপাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৯, মার্চ ১৪, ২০২০
বাংলাদেশসহ সব দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করলো নেপাল

ঢাকা: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশসহ সব দেশের নাগরিকের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করেছে নেপাল।

শুক্রবার (১৩ মার্চ) নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিদেশিদের জন্য অন-অ্যরাভাইল ভিসা বন্ধ থাকবে।

তবে কারো যদি ভিসা থাকে তাহলে নেপাল পৌঁছার অন্তত সাতদিন আগের মেডিক্যাল সার্টিফিকেট ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বহির্গমন অফিসে দেখাতে হবে। আবার কেউ ভিসা নিতে চাইলে সংশ্লিষ্ট কূটনৈতিক অফিসে অন্তত সাতদিন আগের মেডিক্যাল সার্টিফিকেটসহ আবেদন করতে হবে।

যে সব বিদেশি ১৪ মার্চের আগে নেপালে প্রবেশ করছে তাদের ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং নেপালি নাগরিকরা বিদেশ থেকে প্রবেশের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

নেপালের সব স্থলবন্দর ওই সময়ের জন্য বন্ধ থাকবে। কেউ নেপাল প্রবেশ করতে চাইলে ত্রিভুন এয়ারপোর্ট ব্যবহার করতে হবে।     

এছাড়া পর্বতারোহীদের অনুমতিও স্থগিত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।