শুক্রবার (১৩ মার্চ) উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে ১৫ বছরের এক কিশোরীর সঙ্গে নরসিংদী জেলার মাধবদী থানার জসিমউদ্দিনের ছেলে রাসেলের (২২) বিয়ে হওয়ার কথা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য জানার পর আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাল্যবিয়ের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। ওই খবরের ভিত্তিতে বরযাত্রী আসার আগেই ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন বিয়ে বাড়িতে পৌঁছান।
কনের বাড়িতে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উপস্থিতির কথা বরপক্ষ জানতে পেরে মাঝপথ থেকে বরযাত্রী ফেরত চলে যায়। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না- কনের বাবার কাছ থেকে এমন মুচলেকা নিয়ে ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন বিয়ে বন্ধ করে দেন।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এএ