ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

করোনা: সার্কভুক্ত দেশের ভিডিও কনফারেন্সে যোগ দেবে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, মার্চ ১৩, ২০২০
করোনা: সার্কভুক্ত দেশের ভিডিও কনফারেন্সে যোগ দেবে বাংলাদেশ

ঢাকা: দক্ষিণ এশিয়ায় করোনার হুমকি মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্কভুক্ত দেশের নেতাদের একসঙ্গে ভিডিও কনফারেন্সে বসার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ ওই কনফারেন্সে যোগ দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

শুক্রবার ( ১৩ মার্চ)  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে এক বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রী এ কথা জানান।

শুক্রবার সন্ধ্যায় আব্দুল মোমেনের বাসভবনে বৈঠক করেন রীভা গাঙ্গুলি দাশ।

 বৈঠকে ভারতীয় হাইকমিশনার করোনা ভাইরাস ইস্যুতে সার্কভুক্ত দেশগুলোর নেতাদের ভিডিও কনফারন্সে বসার প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে আব্দুল মোমেন সংবাদমাধ্যমকে জানান, করোনা ভাইরাস সার্কভুক্ত সব রাষ্ট্রের জন্য সমান চ্যালেঞ্জ। আমরা ভারতের উদ্যোগে ভিডিও কনফারেন্সে যোগ দিতে আগ্রহী। এটা নিয়ে আমাদের আপত্তি নেই।

সার্কের সব সদস্য রাষ্ট্র বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানও এ কনফারেন্সে যোগ দেবে বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী।  

এর আগে শুক্রবার করোনা ভাইরাস ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী সার্কভুক্ত সব দেশের রাজনৈতিক নেতাদের ভিডিও কনফারেন্সে বসার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বাসভবনে বৈঠক করেন।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।