ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

জাপানে প্রবাসী বাংলাদেশিদের সভা-সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, মার্চ ১৩, ২০২০
জাপানে প্রবাসী বাংলাদেশিদের সভা-সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ

ঢাকা: করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সভা-সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে টোকিওর বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (১৩ মার্চ) টোকিওর বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানে বসবাসরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জাপান সরকার বড় আকারের (১০০ জনের বেশি) সমাবেশ না করতে সবাইকে অনুরোধ জানিয়েছে।

জাপান সরকারের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে সবাইকে বড় আকারের সভা-সমাবেশ থেকে বিরত থাকার অনুরোধ জানানো যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।