ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

সড়ক দুর্ঘটনায় ববির ৩ শিক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, মার্চ ১৩, ২০২০
সড়ক দুর্ঘটনায় ববির ৩ শিক্ষার্থী আহত

বরিশাল: সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তিন শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। 

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-ভোলা সড়কে ঘটে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইউসুফ সিকদার ও জিএম ফাহাদ এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাওয়ার হক।

এদের মধ্যে ইউসুফ ও ফাহাদকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহত নাওয়ার বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠির দিকে যাচ্ছিলাম। পথে পেছন দিক থেকে আসা একটি মিনি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ তারা তিনজন আহত হন।

তিনি জানান, তার ও অটোচালকের অবস্থা ভালো। বাকি দু’জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।