শুক্রবার (১৩ মার্চ) বিকেল পাঁচটার পর থেকে আর কোনো বাংলাদেশি পাসপোর্টধারী ভারতে যেতে পারবেন না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গেছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত এ বন্দর দিয়ে ভিসাধারী যাত্রী পারাপার বন্ধের জন্য সরকারিভাবে কোনো নোটিশ পাইনি। আমরা বিকেল ৫টা পর্যন্ত যাত্রীদের পার করাবো। এদিকে যাত্রী পারাপার বন্ধে সরকারি সিদ্ধান্ত পেলে আমরা এ বন্দর দিয়ে সাময়িকভাবে যাত্রী পার বন্ধ করে দিবো। তবে বন্ধের পর থেকে বাংলাদেশি কোনো যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে না। যদি কোনো বাংলাদেশি যাত্রী ভারতে থেকে থাকে তবে তারা এই সময়ের মধ্যে দেশে ফিরে আসতে পারবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বাংলানিউজকে জানান, শুনেছি ভারতীয় কর্তৃপক্ষ যাত্রী পারাপার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এটি যদি হয়ে থাকে তাহলে তা আমদানি-রপ্তানির ক্ষেত্রে প্রভাব পড়বে। যদিও এই বন্দর দিয়ে খাদ্য-শস্য আমদানি হয় না। মুলত পাথর আমদানি করা হয়, তবুও প্রভাব পড়বে। এমনিতেই এই বন্দর দিয়ে যাত্রী পারাপার কমে গেছে। যদি বন্দর বন্ধ হয় তাহলে ব্যবসায় প্রভাব পড়ার পাশাপাশি সরকার অনেকটা রাজস্ব হারাবে বলে মনে করছি।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এনটি