ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

বাংলাবান্ধা দিয়েও ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, মার্চ ১৩, ২০২০
বাংলাবান্ধা দিয়েও ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা

পঞ্চগড়: বিশ্বজুড়ে চরম আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে ভারত সরকার আগামী একমাস ভারতীয় ভিসা প্রসেসিং বন্ধ করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের একমাত্র চর্তুদেশীয় বন্দর (ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশ) বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হচ্ছে। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেল পাঁচটার পর থেকে আর কোনো বাংলাদেশি পাসপোর্টধারী ভারতে যেতে পারবেন না। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানা গেছে।

তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা ও ভারতে অস্থানরত বাংলাদেশি নাগরিকরা এই সময়ের মধ্যে এই স্থলবন্দর দিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারবেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত এ বন্দর দিয়ে ভিসাধারী যাত্রী পারাপার বন্ধের জন্য সরকারিভাবে কোনো নোটিশ পাইনি। আমরা বিকেল ৫টা পর্যন্ত যাত্রীদের পার করাবো। এদিকে যাত্রী পারাপার বন্ধে সরকারি সিদ্ধান্ত পেলে আমরা এ বন্দর দিয়ে সাময়িকভাবে যাত্রী পার বন্ধ করে দিবো। তবে বন্ধের পর থেকে বাংলাদেশি কোনো যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে না। যদি কোনো বাংলাদেশি যাত্রী ভারতে থেকে থাকে তবে তারা এই সময়ের মধ্যে দেশে ফিরে আসতে পারবে।  

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বাংলানিউজকে জানান, শুনেছি ভারতীয় কর্তৃপক্ষ যাত্রী পারাপার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এটি যদি হয়ে থাকে তাহলে তা আমদানি-রপ্তানির ক্ষেত্রে প্রভাব পড়বে। যদিও এই বন্দর দিয়ে খাদ্য-শস্য আমদানি হয় না। মুলত পাথর আমদানি করা হয়, তবুও প্রভাব পড়বে। এমনিতেই এই বন্দর দিয়ে যাত্রী পারাপার কমে গেছে। যদি বন্দর বন্ধ হয় তাহলে ব্যবসায় প্রভাব পড়ার পাশাপাশি সরকার অনেকটা রাজস্ব হারাবে বলে মনে করছি।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।