ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

ট্যাক্স দিয়ে মানুষ ময়লায় থাকে, মশার কামড় খায়: শামীম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, মার্চ ১২, ২০২০
ট্যাক্স দিয়ে মানুষ ময়লায় থাকে, মশার কামড় খায়: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: সিটি করপোরেশনের সমালোচনা করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে শিক্ষার্থীরা শুরুতেই ময়লা ও যানজটের কথা বলে। রোড পারমিট নাই কিন্তু গাড়ি চলছে। মানুষ ট্যাক্স দেবে কিন্তু মশার কামড় খাবে, ময়লার মধ্যে থাকবে এটা তো হতে পারে না। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে এক ভিডিও কনফারেন্সের আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান।  

নারায়ণগঞ্জ শহরে কোনো শৃঙ্খলা নেই দাবি করে এ সংসদ সদস্য বলেন, মানুষ চায় সুশাসন।

মানুষ চায় দরজা খুলে ঘুমাতে। আমি সিটি করপোরেশনের সিও সাহেব যেহেতু এখানে উপস্থিত আছেন, তাকে অনুরোধ করবো আপনারা একটি উদ্যোগ নেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিছন্ন গ্রাম পরিছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিছন্নতা কার্যক্রম করেন।  

‘আমরা মুজিববর্ষ পালন করছি, কিন্তু তার আদর্শ লালন করতে পারছি না। বঙ্গবন্ধু চেয়েছিলেন মানুষের মাথার উপর ছাদ দেওয়া, কর্মসংস্থান তৈরি করা। এগুলো ছিল বঙ্গবন্ধুর আদর্শ। আমাদের ভাবার সময় এসেছে কোনটাকে গুরুত্ব দেবো। গরীবের পেটে কি লাথি মারবো? গরীব নিধন করে মুজিববর্ষ পালন করতে চাই না। কিছুদিন পরপর হকার নিয়ে কথা ওঠে। প্রধানমন্ত্রী নিজেও সংসদীয় কমিটির সভায় পরিষ্কারভাবে মানুষের মাথার ওপর ঠাঁই দেওয়া ও কর্মসংস্থানের তাগিদ দিয়েছেন। সুতরাং নারায়ণগঞ্জে আমাদেরও এটা ভাবা উচিত।

নারায়ণগঞ্জে সংবাদপত্র ও সাংবাদিকতার অনেক নিয়মই মানা হচ্ছে না উল্লেখ করে শামীম ওসমান বলেন,  নারায়ণগঞ্জে পত্রিকা ডিক্লারেশনে কোনো ধরনের নিয়ম মানা হচ্ছে না। এখানে ৯০ ভাগ ভালো সাংবাদিকতা হয়। সাংবাদিকরা সততার সঙ্গে সাংবাদিকতা করেন। কিন্তু বাকি ১০ ভাগ মানুষ, এর চরিত্র হনন করছে। এর পেছনে কারা ফাইন্যান্স করছে সেটা দেখা উচিত।

জেলা প্রশাসক জসিমউদ্দিনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিম ওসমান ও নজরুল ইসলাম বাবু।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।