বুধবার (১১ মার্চ) রাত ১২টার দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের কাছে প্রতিবেদনটি জমা দেন কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিম। এসময় কমিটির অপর দুই সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান ও সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান খন্দকার রেজাউল করিম। প্রতিবেদনে ঘটনার কী কারণ উদঘাটন হয়েছে সে বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য না করলেও প্রতিবেদনে মাঠ পর্যায়ে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে বলে জানানো হয়।
জানা যায়, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।
৩ মার্চ মাটিরাঙ্গার গাজিনগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিতে এক বিজিবি সদস্যসহ ৫ জন নিহত হয়। গুলিবিদ্ধ হয় আরও ১ জন। এ ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ৬ কার্যদিবস তদন্ত শেষে বুধবার রাতে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। এ ঘটনায় বিজিবি ও নিহতদের পরিবার পাল্টাপাল্টি মামলা করেছে মাটিরাঙ্গা থানায়।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এডি/এইচএডি/