বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কাবিল হোসেনের ছেলে।
আহতরা হলেন- ট্রাকচালক পান্না হোসেন ও তার হেলপার রানা আহমেদ।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ বাংলানিউজকে জানান, সকালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চালের ট্রাকের চালক সুজনের মৃত্যু হয়। এসময় আহত হন সারের ট্রাকের চালক পান্না ও হেলপার রানা। তাদের দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এসআরএস