ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

আগুনে পুড়লো গৌরনদীর ৬ ব্যবসায়ীর সম্বল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, মার্চ ১২, ২০২০
আগুনে পুড়লো গৌরনদীর ৬ ব্যবসায়ীর সম্বল পুড়ছে দোকান। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়টি ব্যবসায়িক প্রতিষ্ঠান (দোকান) পুড়ে গেছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডের উত্তর পাশে বুধবার (১১ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ছয়টি দোকান ও একটি সমবায় সমিতির কার্যালয় পুড়ে গেছে বলে দাবি করেছে স্থানীয়রা।

গৌরনদী ফায়ার স্টেশনের সাব স্টেশন অফিসার আব্দুস সালাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

তিনি জানান, একটি ফলের দোকান থেকে এ আগুনের সূত্রপাত এবং আগুনে ৫-৬টি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে তিনটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।