ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, নভেম্বর ১৮, ২০১৯
সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক উল্যাহ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। রফিক একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পুকুরে পানি সেচ দেওয়ার জন্য একটি মোটর বসান রফিক। এসময় মোটরটিতে বিদ্যুতের সংযোগ দিতে গেলে অসাবধানতায় তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।