নারায়গঞ্জ ডিবি কার্যালয়ে আটকরা।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে লুণ্ঠিত মালামালসহ চার ডাকাতকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
বুধবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (১৪ মে) রাত থেকে বুধবার (১৫ মে) সকাল ৯টা পর্যন্ত ডিবি শাখার পরিদর্শক গিয়াসউদ্দিনের নেতৃত্বে গাজীপুরের টঙ্গীর বৌ-বাজার ও টঙ্গী রেললাইন বস্তি এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আটক চার ডাকাতরা হলেন- নরসিংদীর মাধবদীর বিবিরকান্দি এলাকার আব্দুল মতিনের ছেলে মন্টু ওরফে ইব্রাহীম (৩০), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের জগন্নাথপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে সুমন (২৪), নরসিংদীর শিবপুরের হাজী বাগান এলাকার আকবর আলীর ছেলে লাল মিয়া (৫২) ও নেত্রোকোনার বারহাট্টার যোগিসালন এলাকার সাব্বির আলীর ছেলে সাগর আলী (৩৩)।
এর আগে গত ১ এপ্রিল নারায়ণগঞ্জের রুপগঞ্জের ভোলাব এলাকায় নয়ন চন্দ্র দাস ও সাংবাদিক বাদল চন্দ্র দাসের বাড়িতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে মালামাল লুট করে ডাকাত দলের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।