গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা, সংগৃহীত ফাইল ফটো
ঢাকা: গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা ঢাকায় আসছেন বৃহস্পতিবার (১৬ মে)। তিনি শুক্রবার (১৭ মে) পর্যন্ত দুইদিন বাংলাদেশ সফর করবেন।
বুধবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে।
পশ্চিম আফ্রিকান দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।
এতে দু’দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন চুক্তি সই হবে। এছাড়া সফরকালে মামাদুয়া টাঙ্গারা বিভিন্ন পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
সূত্র জানিয়েছে, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বুধবার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ফ্লাইট মিস করার কারণে তিনি নির্দিষ্ট তারিখের একদিন পর ঢাকায় আসছেন।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ১৫, ২০১৯
টিআর/টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।