ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, মে ১৫, ২০১৯
সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মৌলভীবাজার: সারাদেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, মুক্তিযোদ্ধা মো. রফিক মিয়া ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা সম্প্রতি মৌলভীবাজার আদালতে মামলার হাজিরা দিয়ে শ্রীমঙ্গল ফেরার পথে মুক্তিযোদ্ধা সন্তান রাজুসহ তিনজনের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ১৫, ২০১৯
বিবিবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।