বুধবার (১৫ মে) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, মুক্তিযোদ্ধা মো. রফিক মিয়া ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা সম্প্রতি মৌলভীবাজার আদালতে মামলার হাজিরা দিয়ে শ্রীমঙ্গল ফেরার পথে মুক্তিযোদ্ধা সন্তান রাজুসহ তিনজনের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মে ১৫, ২০১৯
বিবিবি/এসএ