ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, মে ১৫, ২০১৯
বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ মে) সকালে উপজেলার সরারচর বাজারে এ দুর্ঘটনা ঘটে। রাজ্জাক উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সরারচর বাজারের পিরোজপুর রোডে পিডিবির লাইনে বিদ্যুত সংযোগের কাজ করতে যান রাজ্জাক। এসময় তিনি অসাবধানতায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

সরারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহসিন মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ১৫, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।