বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দীপ করিম বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে মাথায় গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।
ডা. দীপ করিম বলেন, ওই ব্যক্তি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। মঙ্গলবার থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। পরে বুধবার সকালের দিকে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ১৫, ২০১৯
জিপি