ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, মে ১৫, ২০১৯
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় বাবা নিহত, ছেলে আহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে এক কিশোর।

বুধবার (১৫ মে) সকালে উপজেলার হিজলগাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর উপজেলার নেহালপুর দোকান পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আহত কিশোর আবু তালহা নিহত হাফিজুরের ছেলে।

আহত তালহা জানান, সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে যাচ্ছিলো সে। এ সময় হিজলগারী বাজারে পৌঁছানোর আগেই পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তার বাবা হাফিজুর ও সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার বাবা হাফিজুরকে মৃত ঘোষণা করেন।  

আহত তালহা বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাংলানিউজকে জানান, ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। কিন্তু দুর্ঘটনার পর চালক পালিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।