ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় ট্রাক খাদে পড়ে চালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, মে ১৫, ২০১৯
সাতক্ষীরায় ট্রাক খাদে পড়ে চালক নিহত 

সাতক্ষীরা: সাতক্ষীরার বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে মফিজুল ইসলাম (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। 

বুধবার (১৫ মে) সকালে বাইপাস সড়কের বকচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মফিজুল সাতক্ষীরার শ্যামনগর থানা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে শ্যামনগরগামী একটি ট্রাক বকচরা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ১৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।