ফেনী: ফেনীর সোনাগাজীর চর মজলিশপুরে বিদ্যুতায়িত হয়ে মো. নূর নবী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ মাওলানা ঘাট এলাকার নির্মাণাধীন ব্রিজের প্রহরী মো. নূর নবী বিদ্যুতায়িত হয়ে মারা যান।
নিহত নূর নবী উপজেলার চর মজলিশপ ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ গ্রামের মো. আবদুল কুদ্দুসের পুত্র।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক তদন্ত মো. কামাল হোসেন বিদ্যুতায়িত হয়ে ব্রিজের প্রহরী নুর নবীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, মে ১৫, ২০১৯
এসএইচডি/জেডএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।