আহত শিশুটিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার কুমারভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন স্থানীয় কলম বেপারীর ছেলে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বাংলানিউজকে বলেন, বিল্লাল হোসেন তাদের বাড়িতে ভাড়া থাকা শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। পরে জানালা দিয়ে শিশুটিকে ছুড়ে ফেলে দেন তিনি। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাকে আটক করে পুলিশে খবর দেয়। আহত শিশুটিকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই লৌহজং থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি মনির হোসেন।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মে ১৫, ২০১৯
একে