ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ছাতকে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৪, মে ১৫, ২০১৯
ছাতকে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫ প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে শাহাব উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মে) রাতে ছাতক পৌর শহরের জালালিয়া মাদ্রাসার সামনে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি।

শাহাব উদ্দিন ছাতক পৌর এলাকার আব্দুস সোবহানের ছেলে।

তিনি শ্রমিক লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী ও তার ছোট ভাই আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরীর মধ্যে ব্যবসা নিয়ে কিছুদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন কালাম ও শামীমের সমর্থকরা। সংঘর্ষ চলাকালে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এসময় শাহাব উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের প্রায় ৩৫ জন আহত হয়েছেন। ছাতক

পৌর শহরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করেছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার বরকউল্লাহ খান সংঘর্ষে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।