বিধবা নারীর নাম আয়তুন বিবি (৪৫)। তিনি ঐ গ্রামের মৃত সহিদ মিয়ার স্ত্রী।
এ প্রসঙ্গে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা জানান, দুই বছর পূর্বে আয়তুন বিবির স্বামী সহিদ মিয়া মারা যান। তার কোনো সন্তান না থাকায় ঘরে একাই থাকতেন। মঙ্গলবার সকালে ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আড়ইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের আগে হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মে ১৫, ২০১৯
/ওএফবি