স্থানীয়রা জানান, জুম প্রস্তুত করতে কিশোরীর মা-বাবা সোমবার (১৩ মে) দীঘিনালায় গেছেন। এ কারণে বাড়িতে সে একাই ছিল।
স্থানীয় জনপ্রতিনিধিদেরও ধারণা, কিশোরীকে রাতে বাড়িতে একা পেয়ে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে কমল ত্রিপুরা, রুমেল ত্রিপুরা ও কিরণ ত্রিপুরা নামে একই গ্রামের তিন যুবককে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটো বাংলানিউজকে বলেন, আটক কমল ত্রিপুরা বৈসাবি উৎসবের আগে থেকেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলো। মেয়েটির মা-বাবা তাতে রাজি ছিলেন না। এর প্রতিশোধ নিতেই তারা মেয়েটিকে হত্যা করতে পারে। মরদেহ ময়নাতদন্তের পরই আসল ঘটনা জানা যাবে।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এডি/একে