এছাড়া দু’টি মুদি দোকান ও একটি চালের দোকানে মূল্য তালিকা যথাযথভাবে না রাখার অপরাধে ১৫০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৪ মে) রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর ও দয়াগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মাসুম আরেফিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
শুরুতে ধলপুর মাংসের বাজারে যায় বাজার মনিটরিং টিম ও ভ্রাম্যমাণ আদালত। এসময় হাসান নামে এক মুরগি ব্যবসায়ীর দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করতে দেখা যায়। এছাড়াও ড্রেসিংয়ের জন্য ময়লা ঝুড়ি ব্যবহার হতে দেখে টিমের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং টিমের সদস্যরা জানান, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ড্রেসিংয়ের জন্য ময়লা ঝুড়ির এমন ব্যবহার মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। এভাবে ড্রেসিং করা মাংসে দ্রুত ব্যাকটেরিয়া সংক্রমণ হয়।
অভিযানে মাংস ব্যবসায়ী হাসানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর দয়াগঞ্জ বাজারের একটি দোকানকে একই অভিযোগে ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বাজারের আরো দু’টি মুদি দোকান এবং একটি চালের দোকানে মূল্য তালিকা যথাযথভাবে না রাখায় ৫০০ টাকা করে ১৫০০ টাকা জরিমানা করা হয়।
মাসুম আরেফিন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন। তাই মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। একইসঙ্গে কাঁচা বাজারগুলোতে মূল্য তালিকা থাকা এবং যথাযথভাবে থাকার বিষয়েও আমরা মনিটরিং করছি। যেখানে অনিয়ম পাচ্ছি সেখানে জরিমানা করছি।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এসএইচএস/আরবি