ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নিরাপদ খাদ্যের বিষয়ে জিরো টলারেন্স নীতি: কৃষিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, মে ১৫, ২০১৯
নিরাপদ খাদ্যের বিষয়ে জিরো টলারেন্স নীতি: কৃষিমন্ত্রী সেমিনারে বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক/ছবি: বাংলানিউজ

ঢাকা: মাদকের বিরুদ্ধে সরকার যেমন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তেমনি নিরাপদ খাদ্যের বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি দেখাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (১৪ মে) বিকেল ৫টায় খামারবাড়ির বিএআরসির কনফারেন্স রুমে একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্যের জন্য নিরাপদ খাদ্য আইন করা হয়েছে।

আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গড়ে তুলেছি। আমি সরকারের একজন মন্ত্রী হিসেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে, সে জন্য যা যা প্রয়োজন সেই ব্যবস্থা করা হবে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানো হবে।

‘নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে যত দ্রুত সম্ভব ঢাকায় একটি সেন্ট্রাল ল্যাবরেটরি ও প্রত্যেক বিভাগে অন্তত একটি ল্যাবরেটরি তৈরি করার চেষ্টা করবো। ’    

ড. আব্দুর রাজ্জাক বলেন, নিরাপদ খাদ্যের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে। এই প্রতিষ্ঠাগুলোর কাজের মধ্যে সমন্বয়ের যথেষ্ট ঘাটতি রয়েছে। তাই এই প্রতিষ্ঠানগুলোর কাজের সমন্বয় সাধন করার চেষ্টা করাবো।                      

'পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্য সহায়ক বাজেট' শীর্ষক সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ সেফ অ্যাগ্রো ফুড অ্যাফোর্ট (বিসেফ)।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব শামসুল আলম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাহফুজুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক।  
  
সভাপতিত্ব করেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি ড. মো. জয়নুল আবেদীন।  

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিসেফ ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. সৈয়দ মনোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন বিএআরসির সাবেক নির্বাহী চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক, ড. কবির ইকরামুল হক, ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, সাংবাদিক বায়েজিদ মোড়ল প্রমুখ।  

বক্তরা নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।  

বাংলাদেশের সময়: ১৯৫৫ ঘণ্টা, ১৪ মে, ২০১৯
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।