শরিয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া শহীদ মিনারে নিজের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণকালে মঙ্গলবার (১ ৪মে) এ কথা বলেন এনামুল হক শামীম।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম বলেন, নদী ভাঙনের ফলে অপরিসীম কষ্টগুলোকে সহানুভূতির সাথে ধারণ করা এবং তাদের পাশে দাঁড়ানোর মন্ত্র সচেতনভাবেই উপলব্ধি করাতে তিনি ধীরে ধীরে আমাদের গড়ে তুলেছিলেন।
উপমন্ত্রী শামীম আরও বলেন, আমি তার সন্তান হিসেবে গর্বিত। মানুষের প্রতি তার ভালোবাসা ও মানুষকে শ্রদ্ধা করার সেই ব্রত পূরণে আমি সবসময়ই আপনাদের পাশে থাকবো।
পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- বুধবার (১৫ মে) সকাল সাড়ে ৫টায় বেগম আশ্রাফুন নেসা’র কবর জিয়ারত ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। সকাল নয়টায় সখিপুরের চরভাগায় বেগম আশ্রাফুন নেসা হাশেম হাসপাতালে ‘বেগম আশ্রাফুন নেসা’ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে।
বিকাল ৫টায় নিজ বাড়ি পাইকবাড়ি জামে মসজিদে আয়োজিত মিলাদ ও ইফতারের আয়োজন করা হয়েছে। এছাড়াও নড়িয়া ও সখিপুরের ২৪টি ইউনিয়নের প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় বাদ আসর মিলাদ, মাগরিবে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।
রত্মগর্ভা মা বেগম আশ্রাফুন নেসার বড় ছেলে পানিসম্পদ মন্ত্রণালয়ে মাননীয় উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। মেঝ ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত বিগ্রেডিয়ার জেনারেল আমিনুল হক। ছোট ছেলে ডা. আশ্রাফুল হক সিয়াম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের ইউনিট-৯ এর চিফ। একমাত্র মেয়ে শামীম আরা হক কাকলী পদস্ত ব্যাংক কর্মকতা।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ১৪, ২০১৯
ইইউডি/এমজেএফ