সিলেট: নোংরা, অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশন করার অপরাধে সিলেটে তিন রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
তিনি বলেন, বিকেলে সিলেট শহরে অভিযান চালানো হয়।
এসময় নোংরা, অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশন করার আপরাধে সাদিক রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা ও পড়শী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রেস্টুরেন্টের নোংরা পরিবেশতো আছেই, পাশাপাশি ভোক্তাদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগে সিটি হার্ট রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এনইউ/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।