সোমবার (১৩ মে) দিনগত রাতে উপজেলার ভজনপুর সীমান্তের ৪২৯ নম্বর মেইন পিলার ও সাব পিলার ৩ এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে গুলিবর্ষণের ঘটনায় বিএসএফের কাছে জবাব চাইতে মঙ্গলবার (১৪ মে) পতাকা বৈঠকের জন্য আহ্বান করা হলেও তাতে কোনো সাড়া পাওয়া যায়নি বলে বিজিবি জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, রাতে ভজনপুর সীমান্তের ওই এলাকায় গরু চোরাচালান হচ্ছে এমন খবরে ভজনপুর বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্তরে ৪২৯ নম্বর মেইন পিলার ও সাব পিলার ৩ এলাকায় অবস্থান নেয়। এসময় বিএসএফ’র ৯৪ ব্যাটালিয়নের অমৃকানগর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের দিকে তাক করে গুলিবর্ষণ করে। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকার মানুষদের সীমান্তে শূন্য রেখায় না যাওয়ার জন্য সতর্ক করে দেন।
এসময় বাংলাদেশের ১০০ গজ ভিতর থেকে একটি ভারতীয় গরুও আটক করে বিজিবি। গুলিবর্ষণের সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে গুলিবর্ষণ বন্ধের জন্য অনুরোধ করা হয়।
মঙ্গলবার সকালে বিএসএফের সঙ্গে যোগাযোগ করতে বিজিবি সদস্যরা ওই এলাকায় গেলে জানতে পারে রাতে বিএসএফের গুলিতে ভারতীয় কাঁটাতারের অভ্যন্তরে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছে এবং একটি গরুও মারা গেছে। সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় ওই এলাকায় বর্তমানে উৎকণ্ঠা বিরাজ করছে।
পঞ্চগড় বিজিবি’র ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এরশাদুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অল্পের জন্য বিজিবি সদস্যরা রক্ষা পেয়েছেন। এ ঘটনায় প্রতিবাদ জানানোর জন্য বিএসফের সংশ্লিষ্ট ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ১৪, ২০১৯
জিপি